মেয়র প্রার্থী আকবরের সমর্থনে মৎস্যজীবি লীগের মতবিনিময় সভা

381

॥ স্টাফ রিপোর্টার ॥
আসন্ন রাঙামাটি পৌরসভার নির্বাচন উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী আকবর হোসেন চৌধুরীর সমর্থনে মতবিনিময় সভা করেছে রাঙামাটি জেলা মৎস্যজীবি লীগ। সোমবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জেলা মৎস্যজীবি লীগের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় মৎস্যজীবি লীগের সদস্য ও রাঙামাটি জেলার আহবায়ক উদয়ন বড়ুয়ার সভাপতিত্বে ও জেলার সদস্য মোঃ সেলিম এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চিং কিউ রোয়াজা।

মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী কামাল উদ্দিন, মেয়র প্রার্থী ও জেলা যুবলীগের সভাপতি আকবর হোসেন চৌধুরী, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মমতাজ উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ শাজাহান, সদর থানা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মো. শাহনেওয়াজ, পৌর মৎস্যজীবী লীগের সহ-সভাপতি শ্যামল চৌধুরী সহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা বক্তারা বলেন, আসন্ন রাঙামাটি পৌরসভার নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে দ্বিধাদ্বন্দ ভুলে গিয়ে দলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ভোট যুদ্ধে মাঠে কাজ করতে হবে। অন্যান্য দলের প্রার্থী যারা রয়েছে তাদের দুর্বল না ভাবার আহবান জানিয়েছেন নেতৃবৃন্দরা।