মেয়র প্রার্থী মামুনের নির্বাচনী প্রচারণা অব্যাহত

444

॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন তার নির্বাচনী প্রচারণা অব্যাহত রেখেছেন। রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিএনপির এই মেয়র প্রার্থী তার নির্বাচনী প্রতীক “ধানের শীষের” প্রচারণায় উন্নয়নবোর্ডের নীচের এলাকা, আব্দুল আলী এলাকা, মসজিদ কলোনী, ১নং ও ২নং পাথরঘাটা, এসপি অফিসের নীচের এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোট চেয়েছেন।

এসময় জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আব্দুল মান্নান, মৎস্যজীবী দলের সভাপতি নূরুল কবির বাচা, পৌর বিএনপির সভাপতি এসএম শফিউল আজম, জেলা বিএনপির তথ্য সম্পাদক শামীম মোস্তফা, সদর থানা বিএনপির যুগ্ম-সম্পাদক মো. জামাল উদ্দীন, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াস, পৌর যুবদলের আহ্বায়ক সিরাজুল মোস্তফা, জেলা ছাত্রদলের সহ-সভাপতি এমদাদুল হক মানিক, সাধারণ সম্পাদক আলী আকবর সুমন সহ বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় মামুন বলেন, আমি নির্বাচিত হলেও আপনাদের পাশে থাকব না হলেও আপনাদের পাশে থাকব এটা আমার প্রতিশ্রুতি।