যুবদলের কমিটি গঠনকল্পে ফরম বিতরণ শুরু

722

॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাঙামাটি জেলাসহ সকল ইউনিটের কমিটি গঠন করে রাজনৈতিক জীবন বৃত্তান্ত ফরম বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে রাঙামাটি জেলা বিএনপির দলীয় কার্যালয়ে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এতে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি হাজী মো. শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দীপন তালুকদার, সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলার সিনিয়র যুগ্ম-সম্পাদক এ্যাড. মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক এ্যাড. সাইফুল ইসলাম পনির।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সাদাৎ মো. সায়েমের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি শফিউল আজম, সাধারণ সম্পাদক মাহবুবুল বাসেদ অপু, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম চুঙ্গু, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দীন, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি নূর নবী, সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ চৌধুরী, জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির, সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, পৌর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. মো. হেলাল প্রমূখ।