॥ স্টাফ রিপোর্টার ॥
যৌন হয়রানী প্রতিরোধ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মঙ্গলবার সকালে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও শ্রেণী কক্ষে লিফলেট বিতরণ করা হয়েছে। যৌন হয়রানী প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত এ প্রচারণায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার, প্রো- ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা, রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ, প্রক্টর জুয়েল সিকদার, যৌন হয়রানী প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও সহকারী রেজিস্ট্রার (প্রশাসন) কামরুল হাসানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষকগণ, কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এসময় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার বিশ্ববিদ্যালয়ের সকলকে যৌন হয়রানী প্রতিরোধে এগিয়ে আসার আহবান জানান।