রক্ষাকালী মন্দিরের সার্ধশত প্রতিষ্ঠা বার্ষিকীতে ধর্মীয় শোভাযাত্রা

128

॥ স্টাফ রিপোর্টার ॥

পার্বত্য অঞ্চলে বৃটিশ শাসনামলে প্রতিষ্ঠিত প্রাচীন হিন্দু মন্দির রাঙামাটির তবলছড়ি রক্ষাকালী মন্দিরের সার্ধশত প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহরে বিশাল ধর্মীয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে তবলছড়ি রক্ষাকালী মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। রাঙামাটির হিন্দু সম্প্রদায়ের মানুষ নানান সাজে এ ধর্মীয় শোভাযাত্রায় অংশ নেয়।

সিলেটের রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী চন্দ্রনাথানন্দ মহারাজ রক্ষাকালী মন্দিরে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে ৩ দিনের ধর্মীয় অনুষ্ঠানমালার সূচনা করেন। এসময় রক্ষাকালী মন্দিরের সভাপতি আশীষ কুমার দে, সার্ধশত বর্ষপূর্তি উদযাপন পরিষদের আহবায়ক সঞ্জীব চৌধুরী, রক্ষাকালী মন্দিরের সাধারণ সম্পাদক পঙ্কজ মল্লিক, সার্ধশত বর্ষপূর্তি উদযাপন পরিষদের সদস্য সচিব স্বপন কান্তি মহাজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রথম দিন আজ সন্ধ্যা ৬টায় সন্ধ্যা আরতি, দেড়শ মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। ৩ দিনের ধর্মীয় অনুষ্ঠান শেষে আগামী ৪ ফেব্রুয়ারি শনিবার এই অনুষ্ঠান সম্পন্ন হবে।