॥ স্টাফ রিপোর্টার ॥
পবিত্র মাহে রবিউল আউয়ালের আগমন উপলক্ষে রাঙামাটি জেলা শহরের রিজার্ভ বাজারে স্বাগত র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদে মাগরিব জেলা গাউসিয়া কমিটির আয়োজনে রিজার্ভ বাজার জামে মসজিদ থেকে স্বাগত র্যালি শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পাহাড়িকা কাউন্টার ঘুরে সিএনজি স্টেশনে গিয়ে মিলাদ ক্বিয়ামের মাধ্যেমে র্যালিটি শেষ হয়।
এসময় জেলা গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক মো. আবু সৈয়দ, সহ-সভাপতি আব্দুল হালিম ভোলা সওদাগর, হাজী জানে আলম, হাজী আলাউদ্দিন, যুগ্ম-সম্পাদক হাজী আকতার হোসে চৌধুরী, দাওয়াতে খায়র সম্পাদক মাওলানা শফিউল আলম আল ক্বাদেরী সহ গাউসিয়া কমিটির নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মুসল্লিারা উপস্থিত ছিলেন।