রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে মাঠে নেমেছে জেলা প্রশাসন

505

॥ স্টাফ রিপোর্টার ॥

অঘোষিত লকডাউনে এমনিতেই বিপাকে রাঙামাটির মানুষ, এর মধ্যে রমজান উপলক্ষে অসাধু ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষের বিড়ম্বনা যাতে আর বাড়াতে না পারে সেই লক্ষ্যে মাঠে নেমেছে জেলা প্রশাসন।

শুক্রবার সকাল ১০ টায় রাঙামাটি শহরের রিজার্ভ বাজারে বিশেষ অভিযান পরিচালনাকালে নির্বাহী ম্যাজিস্টেট মশিউর রহামান জানান, ব্যবসায়ীরা সিন্ডিকেট করে যাতে নিত্য পণ্যের কৃত্রিম সংকট তৈরি না করে সেই লক্ষ্যে আমরা অভিযান চালাচ্ছি। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম জনসাধারণের হাতের নাগালে রাখতে সেনাবাহিনী, পুলিশ ও জেলা প্রশাসন এই অভিযান নিয়মিতভাবে চালিয়ে যাবে।

মশিউর রহামান আরো বলেন, জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী আসন্ন রমজান উপলক্ষে আমাদের বাজার দর মনিটরিং কার্যক্রম আরো জোরদার করা হয়েছে। বাজার দর নিয়ন্ত্রনের সাথে আমরা বাজারে সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রেতাদের পণ্য ক্রয় করা নিশ্চিত করছি।

এসময়, সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ ধারায় নিয়ম ভঙ্গ করার কারণে একটি দোকানকে ৩ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয় এবং কয়েকটি দোকানে সতর্কতামূলক জরিমানা করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।