রমজান মাসের নিরাপদ খাদ্য কর্মসুচিতে ঢাকার বেইলি রোডে চিএনায়ক ফেরদৌস

200

২৮ মার্চ ২০২৩, রবিবার- ঢাকা ব্যুরো অফিস, দৈনিক রাঙামাটি।

স্টাফ রিপোর্টার, ঢাকা : আজ মঙ্গলবার (২৮ মার্চ) বিকাল ৪ টায় রাজধানীর বেইলি রোডে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মনিটরিং অভিযানে যুক্ত হয়ে পবিত্র রমজান মাসে দেশের সাধারণ নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষায় মাঠে নেমেছেন জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজধানীর বেইলি রোডের বেশ কয়েকটি ইফতার দোকান ঘুরে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সাথে তিনি কথা বলেন।

নায়ক ফেরদৌস বলেন, আমরা যে খাবার খাচ্ছি সেই খাবারটি কতটুকু নিরাপদ এবং যারা খাবারটি বিক্রি করছেন তারা কতটুকু নিরাপদে তা তৈরি করছেন, এ বোধটুকু মানুষের মধ্যে জাগানোর জন্যই এখানে আসা। আমরা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সঙ্গে এক হয়ে কাজ করছি। রমজান মাসে রোজাদাররা ইফতারে ভাজা পোড়া খেয়ে অসুস্থ হয়। আমরা সবাই নিরাপদ খাদ্য চাই এবং এটা আমাদের অধিকার। সেই অধিকার থেকে কেউ যেন বঞ্চিত না হয়, তাই এই সতর্কতামূলক কাজটি করছি।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মনিটরিং টিমে আরো উপস্থিত ছিলেন কর্তৃপক্ষের সদস্য প্রফেসর ড. মো. আব্দুল আলীম, উপ-পরিচালক মো. আব্দুস সোবহান, মো. মুনতাসির হাসানসহ অন্যান্ন কর্মকর্তা।

আপলোড ও সম্পাদনা, শামীমুল আহসান
ঢাকা ব্যুরো প্রধান, দৈনিক রাঙামাটি