রমেল চাকমা হত্যার বিচারের দাবিতে ঢাকায় ছাত্র ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ

486

স্টাফ রিপোর্ট- ২২ এপ্রিল ২০১৭, দৈনিক রাঙামাটি (প্রেস বিজ্ঞপ্তি): নানিযারচর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ও পিসিপি নানিযারচর থানার সাধারণ সম্পাদক রমেল চাকমাকে সেনাবাহিনী কর্তৃক হত্যার প্রতিবাদে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর সংসদ জাতীয় প্রেসক্লাবের সামনে আজ বিকেল ৩টায় বিক্ষোভ সমাবেশ করেছে।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর সংসদের সহসভাপতি দীপক শীলের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক জহর লাল রায়ের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি জিএম জিলানী শুভ, সাংগঠনিক সম্পাদক রমেন চক্রবর্তী টিপু, সাবেক ছাত্র নেতা ত্রিদীব সাহা, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অভিনু কিবরিয়া ইসলাম। আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক জিএম রাব্বী, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন তেজগাঁও কলেজ সংসদের সাধারণ সম্পাদক অন্তু নাথ, খিলগাঁও থানা সংসদের সভাপতি তাহসিন মল্লিক, তেজগাঁও থানা সংসদের সভাপতি মং শৈ শৈ, সরকারি কবি নজরুল কলেজ সংসদের সভাপতি ফয়জুর মেহেদীসহ বিভিন্ন থানা ইউনিটের নেতৃবৃন্দ।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি জিএম জিলানী শুভ বলেন, ‘রাষ্ট্র ক্ষমতা গণতান্ত্রিক সরকারি ব্যবস্থা দ্বারা পরিচালিত হলেও পার্বত্য এলাকায় দ্বৈত শাসন চালু রয়েছে যারই বহি:প্রকাশ রমেল চাকমার হত্যাকা’।

ঢাকা মহানগর সংসদের সহসভাপতি দীপক শীল বলেন, ‘রমেল চাকমাকে সেনাবাহিনী অন্যায়ভাবে আটক করে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে হত্যা করা হয়। হত্যাকা-ে জড়িত সেনাবাহিনী মেজর তানভীর, নানিযারচর জোন কমান্ডার বাহলুল আলমসহ এই হত্যাকা-ে জড়িত সেনা সদস্যদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে এবং বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তা নাহলে আগামীতে ছাত্র ইউনিয়ন ছাত্র-ছাত্রীদের সাথে নিয়ে তুমুল আন্দেলন গড়ে তুলবে’।

পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরো প্রধান