কাপ্তাই প্রতিনিধি
রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে ভোক্তা সংরক্ষণ অধিকার আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় মেয়াদোত্তীর্ণ ও অপরিচ্ছন্ন পরিবেশে পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রর্দশন না করা এবং লাইসেন্স বিহীন দোকান পরিচালনা করার অপরাধে ৫ টি মামলায় ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার সাড়ে ১০টা হতে সকাল ১১টা ৫০মিনিট পর্যন্ত কাপ্তাই উপজেলা নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এইসময় প্রসিকিউসন অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ ইলিয়াস। চন্দ্রঘোনা থানা পুলিশ এর সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।