রাইখালীর বুদ্ধ শাসন রক্ষিত বিহারে চীবর দান অনুষ্ঠিত

368

|| কাপ্তাই প্রতিনিধি ||

কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের বড়খোলা পাড়া বুদ্ধ শাসন রক্ষিত বৌদ্ধ বিহারের ১১তম কঠিন চীবর দানোৎসব শুক্রবার বিহার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। কঠিন চীবন দানোৎসব উপলক্ষে সকাল থেকে বিহারে বিভিন্ন অনুষ্ঠান মালার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া ডাকবাংলা বৌদ্ধ বিহারের বিহারাধাক্ষ্য ভদন্ত ঞানা ওসাইংসা মহাথের। বড়খোলা পাড়া বুদ্ধ শাসন রক্ষিত বৌদ্ধ বিহারের বিহারাধাক্ষ্য ভদন্ত সুমনা মহাথের এর সভাপতিত্বে প্রধান পূণার্থী হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য দীপ্তিময় তালুকদার।

বিশেষ পূণার্থী হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা। এছাড়া রাইখালী ইউনিয়ন থেকে নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান মংক্য মারমা, বর্তমান চেয়ারম্যান সায়ামং মারমা, ইউপি সদস্যসহ দূর-দূরান্ত থেকে আগত দায়ক-দায়িকা উপস্থিত ছিলেন।