রাঙমাটিতে আর্ন্তজাতিক তথ্য অধিকার দিবস পালিত

386

॥ স্টাফ রিপোর্টার ॥
“তথ্য অধিকার,সংকটের হাতিয়ার” এ প্রতিপাদ্যে রাঙমাটিতে পালিত হয়েছে আর্ন্তজাতিক তথ্য অধিকার দিবস। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে রবিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ এর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শিল্পি রাণী রায়, রাঙামাটি পাবলিক কলেজের অধ্যক্ষ তাসাদ্দিক হোসেন কবির, বেসরকারী সংস্থা আশিকার নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা।

সভায় বক্তারা বলেন, তথ্য অধিকার আইনের কারণে বাংলাদেশের তৃণমূল পর্যায়ে সরকারী সেবা পৌঁছে গেছে। সাধারণ মানুষ এ আইনের সুফল ভোগ করছে। যতবেশি তথ্য প্রবাহ ঘটবে মানুষ তত বেশি তাদের অধিকার পাবে। আলোচনা সভায়, সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।