॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন, রাঙামাটি জেলা শাখা ও কাপ্তাই শাখার মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৭ ডিসেম্বর) বিকেলে রিজার্ভ বাজার বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুশ শুক্কুর স্টেডিয়ামে মো. হক নূর’র নেতৃত্বে রাঙামাটি দল ও মো. খোকন এর নেতৃত্বে কাপ্তাই দল খেলায় অংশ নেয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়াম্যান ও রাঙামাটি জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন’র সাধারণ সম্পাদক শহিদুজ্জামান মহসিন রোমান। সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন’র সভাপতি পরেশ মজুমদার। আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. কবির মিয়া, যুগ্ম-সম্পাদক মো. হেলাল হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল হালিম, অর্থ-সম্পাদক শম্ভু কুমার গুপ্ত, প্রচার সম্পাদক মো. আব্দুল খালেক, দপ্তর সম্পাদক শিবু রায়, কার্যকরী সদস্য (১) মো. কামাল উদ্দীন, কার্যকরী সদস্য (২) মোর্শেদ মিয়া, কার্যকরী সদস্য (৩) মো. লিয়াকত আলী, কার্যকরী সদস্য (৪) মো. আবসার প্রমূখ।
খেলায় ৩-১ গোলে রাঙামাটি দল বিজয়ী হয়। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন রাঙামাটির মো. রিয়াদ।
ম্যাচ শেষে বিজয়ী ও বিজেতা দলের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।