রাঙামাটিতে অর্ধ শতাধিক অসহায়দের মাঝে এপেক্স ক্লাব শুভলং’র ইফতার বিতরণ

440

|| স্টাফ রিপোর্টার ||

রাঙামাটি পার্বত্য জেলা শহরের অর্ধ শতাধিক অসহায় রোজাদারদের মাঝে এপেক্স ক্লাব অব শুভলং এর আয়োজনে সার্ভিস প্রোগ্রামের আওতায় ইফতার বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে বনরূপা জামে মসজিদ প্রাঙ্গণে ক্লাবের সদস্যরা অসহায়দের মাঝে ইফতার বিতরণ করেন।

এসময় এপেক্স ক্লাব অব শুভলং এর সভাপতি নূর জাহান, সহ-সভাপতি ও দৈনিক রাঙামাটি পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক সুফিয়া কামাল ঝিমি সহ ক্লাবের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এবিষয়ে এপেক্স ক্লাব অব শুভলং এর সভাপতি নূর জাহান বলেন, অসহায় রোজাদারদের কথা চিন্তা করে আমরা ক্লাবের পক্ষ থেকে ইফতার বিতণের উদ্যোগ নিয়েছি। আগামীতেও এপেক্স ক্লাব অব শুভলং এর পক্ষ থেকে এ ধরণের কার্যক্রম অব্যাহত রাখবেন বলেও জানান তিনি।