বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে পার্বত্য জেলা রাঙামাটিতে পালন করা হয়েছে অলিম্পিক ডে রান দিবস। শুক্রবার দিসবটি পালন উপলক্ষে সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয় হতে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ড. প্রকাশ কান্তি চৌধুরীর নেতৃত্বে ষ্টেডিয়াম পর্যন্ত একটি র্যালী বের করা হয়।
সরকারী দপ্তরের প্রতিনিধিসিহ বিভিন্ন ক্রীড়া সংগঠনের র্কমর্কতা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য, জেলার প্রাক্তন ও র্বতমান ক্রীড়াবিদগণ র্যালীতে অংশ নেন। পরে রাঙামাটি ষ্টেডিয়ামের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ড. প্রকাশ কান্তি চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহিদ উল্লাহ, আঞ্চলিক পরিষদ সদস্য হাজী মোঃ কামাল উদ্দীন, জেলা পরষিদ সদস্য ত্রিদীপ কান্তি দাশ, মনোয়ারা বেগম, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক বরুন বিকাশ দেওয়ান আলোচনা সভায় বক্তব্য রাখেন।