রাঙামাটিতে অস্ত্র ও গুলিসহ জেএসএস ক্যাডার আটক

215

॥ আলমগীর মানিক ॥

রাঙামাটির শহরের উপকন্ঠ আসামবস্তি-কাপ্তাই সড়ক ও এলাকাজুড়ে সম্প্রতি সন্ত্রাসীদের ব্যাপক তৎপরতা বৃদ্ধিতে ঠিকাদার থেকে শুরু করে অটোরিক্সা চালকদের মারধরসহ আগুন দিয়ে জ¦ালিয়ে দেওয়ার ঘটনায় নড়েচড়ে বসেছে স্থানীয় নিরাপত্তা বাহিনী। রাঙামাটির সর্বত্র বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।

এই ধারাবাহিকতায় যৌথ রাঙামাটি সেনা রিজিয়নের ৭ আরই ব্যাটালিয়নের অর্ন্তগত পানামাছড়া (কৌশল্যা ঘোনা) এলাকায় অভিযান পরিচালনা করে সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস এর এক সশস্ত্র ক্যাডারকে আটক করা হয়।

বৃহস্পতিবার দুপুরে পরিচালিত এই অভিযানে আটককৃত শান্তি কুমার চাকমার কাছ থেকে একটি এলজি, ২ রাউন্ড তাজা গুলি, ৩টি রামদা উদ্ধার করা হয়েছে। রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আটককৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে কোর্টে চালান দেওয়া হলে আদালতের নির্দেশে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।