॥ বিশেষ প্রতিবেদক ॥
রাঙামাটি জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, রাঙামাটির সমন্বিত আয়োজনে ‘মুজিব বর্ষের আহবান-দক্ষ হয়ে বিদেশ যান’ এই প্রতিপাদ্য রেখে ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’ পালন করা হয়েছে। দিবসটি ঘিরে অনলাইনে (জুম) ভার্সুয়াল সভা অনুষ্ঠিত হয়। ভার্স্যুয়াল সভায় রাঙামাটির জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মামুন।
অনলাইন সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক নীহার কান্তি খীস। এ সময় আরো সংযুক্ত ছিলেন জেলা প্রশাসনের প্রবাসী কল্যাণ শাখার সহকারী কমিশনার সানজিতা মোস্তারিন, প্রকৌ: মোহাম্মদ নুরুজ্জামান, অধ্যক্ষ, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, রাঙ্গামাটি, ম্যানেজার, প্রবাসী কল্যাণ ব্যাংক, রাঙামাটি শাখা, রাঙ্গামাটি। সাখাওয়াৎ হোসেন, সভাপতি, রাঙামাটি প্রেস ক্লাব, সমীর কুমার কুন্ডু, জেলা প্রতিনিধি ব্র্যাক এবং বিটিভি ও বিভিন্ন সংবাদিক ও সংবাদ কর্মী সংযুক্ত ছিলেন।
দিবসটির আলোচনা সভার মূল প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী পরিচালক,জনাব নীহার কান্তি খীসা, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, রাঙামাটি। প্রতিপাদ্য বিষয়ের উপর সংযুক্ত সদস্যদেরকে স্বাগত জানিয়ে বক্তব্য পেশ করেন। তিনি বিদেশ গমনেচ্ছু পুরুষ ও মহিলা কর্মীদের স্বচ্ছতা, সচেতনতা, নিরাপদ অভিবাসন, মধ্যস্বত্বভোগীর দৌরাত্ব হ্রাস, জেনে বুঝে বিদেশ যাওয়ার এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জনশক্তি,কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর নিরাপদ অভিবাসনের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। উক্ত অনুষ্ঠানে অধ্যক্ষ, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, রাঙ্গামাটি প্রতিপাদ্য বিষয়ের উপর কারিগরি শিক্ষা গ্রহণ করে বিদেশ যাওয়ার গুরুত্ব সম্পর্কে সংযুক্ত সদস্যদের মাঝে বক্তব্য প্রদান করেন।
প্রেস ক্লাব সভাপতি জনাব সাখাওয়াৎ হোসেন বক্তব্য রাখেন। এছাড়াও ব্র্যাক জেলা প্রতিনিধি সমীর কুমার কু-ু, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার, ম্যানেজার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ, রাঙ্গামাটি শাখা, প্রবাসী ফেরত কর্মী, রেমিটেন্স প্রেরণকারী বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন। উক্ত অনুষ্ঠানের এ কে এম মামুনুর রশিদ, জেলা প্রশাসক মহোদয় বিদেশ যাওয়ার প্রতারণা এবং অবৈধভাবে বিদেশ গেলে বিদেশে হয়রানির শিকার এবং দক্ষ হয়ে বৈধ পথে বিদেশ যাওয়া সুফল সম্পর্কে সংযুক্ত সদস্যদের মাঝে বক্তব্য প্রদান করেন।
উক্ত অনুষ্ঠানের সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো:মামুন, প্রবাসী কর্মীদের বিদেশ যাওয়ার পূর্বে ভিসা,এগ্রিমেন্ট,মাসিক বেতন এবং যে দেশে যাবে ঐ দেশের ভাষা জেনে যাওয়ার পরামর্শ দেন। অনুষ্ঠানে শেষে প্রদান অতিথি মহোদয় সর্বোচ্চ রেমিটেন্স প্রদানকারী ৩ জনকে ক্র্যাষ্ট প্রদান করেন এবং অভিবাসী কর্মীর মেধাবী সন্তানের হাতে শিক্ষা বৃত্তির চেক প্রদান করেন। পরিশেষে সভাপতি মহোদয় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সমাপ্তি ঘোষণা করেন।
অনুষ্ঠান চলাকালীন সময়ে সরাসরি প্রবাসী কল্যাণ ও বৈদেশেক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনলাইন (জুম) সেমিনারের প্রধান বক্তা মাননীয় মন্ত্রী মহোদয়, মন্ত্রণায়ের সচিব মহোদয় এবং জনশক্তি,কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মহোদয়ের বক্তব্য (জুম) সেমিনারে সংযুক্ত সদস্যদেরকে শুনান হয়।