॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটিতে নতুন করে আরো ১৫ জন করোনা পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল।
তিনি জানান, শনিবার সন্ধ্যায় রাঙামাটি পিসিআর ল্যাব হতে প্রাপ্ত রিপোর্টে ১২ জন করোনা পজেটিভ আসে। তারা সবাই রাঙামাটি সদরের বাসিন্দা। আজকে সকালে সিভাসু হতে আসা রিপোর্টে বাঘাইছড়ির আরো ৩ জনের করোনা শনাক্তের তথ্য পাওয়া যায়। এনিয়ে রাঙামাটিতে সর্বমোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৯৪ জনে।
অন্যদিকে রাঙামাটি সদর হতে ১ জন, লংগদু হতে ৩ জন ও কাপ্তাই হতে ৪ জনসহ নতুন করে ৮ জনকে সুস্থ ঘোষণার মধ্য দিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৭৬ জন।সিভিল সার্জন অফিসের সর্বশেষ আপডেট অনুযায়ী এই মুহুর্তে রাঙামাটিতে কোয়ারেন্টাইনে কেউ নেই, আইসোলেশনে আছে ১৩জন, করোনায় মৃত্যুবরণ করেছেন ১০ জন।