রাঙামাটিতে গত ২৪ ঘন্টায় পিসিআর ও এন্টিজেন টেস্টে আরো ৫৫ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। ১৯ জানুয়ারি বুধবার রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ের অফিসিয়াল পেইজে বিষয়টি নিশ্চিত করে জানানো হয় পরীক্ষিত ১৫৫টি নমুনার মধ্যে ৫৫ জন করোনা পজেটিভ। উক্ত ৫৫ জনের মধ্যে রাঙ্গামাটি সদর হতে ৩৫ জন, রাজস্থলী হতে ১ জন, বিলাইছড়ি হতে ৪ জন ও কাপ্তাই হতে ১৫ জন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য মোতাবেক বর্তমানে জেলায় সক্রিয় করোনা রোগী আছে ২১৯ জন, আইসোলেশনে আছে ২ জন এবং এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৩৪ জন।