রাঙামাটিতে ইন্টার্ন নার্সদের কর্মবিরতি ও মানববন্ধন

92

॥ স্টাফ রিপোর্টার ॥

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারির ইন্টার্ন ভাতা আদায়ের দাবিতে কর্মবিরতি ও মানববন্ধন করেছে রাঙামাটি জেনারেল হাসপাতালে কর্মরত ইন্টার্ন নার্স ও মিডওয়াইফারা।

বৃহস্পতিবার সকালে রাঙামাটি জেনারেল হাসপাতাল ফটকে মানববন্ধন ও কর্মবিরতি অনুষ্ঠানে বাংলাদেশ ইন্টার্ন নার্স এসোসিয়েশন রাঙামাটি জেলা শাখার সভাপতি মোঃ নেয়াজ মাহমুদ অনিক, সহ-সভাপতি জনি পাল, সাংগঠনিক সম্পাদক অমিত দাশ অন্তু সহ সাইফুল ইসলাম, রাকিবুল হক, সাদিয়া জাহান, বৈশাখী চৌধুরী ও জান্নাতুল ফেরদৌস এবং অন্যান্য মিডওয়াইফ ও ইন্টার্ন নার্সরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন- দীর্ঘ ৩বছর ডিপ্লোমা কোর্স শেষে ৬মাস ইন্টার্ন এর ২মাস অতিবাহিত হয়ে গেলেও কোন প্রকার ভাতা না পেয়ে ইন্টার্ন ভাতার ১দফা দাবি নিয়ে কর্মবিরতি ও মানববন্ধনের পথ বেছে নিয়েছে তারা। কোর্স শেষে পরিবার কে আর্থিক সাপোর্ট দেওয়ার পরিবর্তে পরিবার থেকে টাকা এনে জীবন চালাতে হচ্ছে।

বক্তারা আরো বলেন, আমাদের লগবুকে বলা আছে ইন্টার্নী করার সময় প্রতি মাসে ইন্টার্ন ভাতা প্রদান করা হবে। কিন্তু ইতোমধ্যে ২মাস অতিবাহিত হয়ে গেলেও আজ পর্যন্ত কোন ভাতা প্রদান করা হচ্ছেনা।
আমরা উর্ধ্বতনদের কাছে আমাদের দাবি পেশ করলেও তারা এবিষয়ে কর্ণপাত করেনি। দ্রুত ইন্টার্ন ভাতা প্রদানে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন তারা।