॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটিতে দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলের আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)। বুধবার বিকালে ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলা কার্যালয়ের হল রুমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. অহিদুর রহমান।
ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলা কার্যালয়ের উপ-পরিচালক ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাজ্জাদ হোসেন, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন রাঙামাটি জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. শাহেদ, জেলা গাউসিয়া কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোজাহেরুল ইসলাম ওয়াসীম, রাঙামাটি সিনিয়র মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম তালুকদার, বায়তুশ শরফ জাব্বারিয়া কামিল মাদ্রাসার সুপারিন্টেনডেন্ট শামসুল আরেফিন, কাপ্তাই আল আমিন নূরিয়া মাদ্রাসার সুপারিন্টেনডেন্ট জসিম উদ্দিন নূরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে অহিদুর রহমান বলেন, আমরা সবাই যাকাত প্রদান করলে বাংলাদেশ অভাবী লোকের দেখা পাওয়া যাবেনা। রাঙামাটিতেও ৫০-১০০জন কোটিপতি রয়েছে। সমাজের এসব বিত্তশালী ব্যক্তিরা যাকাত দিলে আমাদের আশেপাশের অনেক হতদরিদ্র ব্যক্তিদের অভাব ঘুচবে।