রাঙামাটিতে ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও ইমাম সম্মেলন

771

॥ স্টাফ রিপোর্টার ॥
ইসলামিক ফাউন্ডেশন এর ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ঘিরে রাঙামাটিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সময় জেলার ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিতি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলার, জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

ইসলামিক ফাউন্ডেশন রাঙামটি জেলা কার্যালয় উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানটি ইফার নিজস্ব কার্যালয়ের সম্মেলন কক্ষে সোমবার সকালে অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলা কার্যালয়ের উপ পরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে এবং ফিল্ড সুপারভাইজার মোঃ মোজাম্মেল হক-এর সংঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান। এ সময় ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার, মডেল কেয়ারটেকার ও প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আলেম-ওলামাগণ সমাজের প্রতিনিধি। সন্ত্রাস-জঙ্গীবাদ দমনে আলেম-ওলামাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। করোনা কালীন সময়ে যে অবদান রাখছেন আগামীতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করি। তিনি ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালনায় জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা থাকবে বলে আশ্বস্ত করেন।

আলোচনা সভা শেষে ইসলামিক ফাউন্ডেনের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শাহাদাৎ বরণকারী তাঁর পরিবারের সদস্যবর্গ ও মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।