রাঙামাটিতে ইয়াবাসহ যুবক আটক

330

॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ একজনকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। বৃহস্পতিবার সন্ধ্যায় কাঠালতলীস্থ এস এ পরিবহনের সামনে থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান শরীফের তত্ত্বাবধানে উপপরিদর্শক জসিম উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়।

আটককৃত হলেন,চম্পকনগরের মৃত আক্কাস আলীর ছেলে ইউনুছ(২৮)। আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০ (ক) ধারায় কোতোয়ালী থানায় একটি মামলা রুজু প্রক্রিয়াধীন আছে। অভিযানে এএসআই প্রভাত চন্দ্র, এএসআই লিটন কুমার নন্দী, সিপাই ফখরুল হাসান চৌধুরী, সিপাই সালাহ উদ্দিন কাদের,সিপাই মোঃ সোহেল রানা উপস্থিত ছিলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান শরীফ জানান,মাদকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।