রাঙামাটিতে ইয়াবাসহ যুবক আটক

496

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটি শহরের রিজার্ব বাজার এর লঞ্চ ঘাট এলাকা থেকে ইয়াবাসহ এক যুবক-কে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। আটককৃত যুবকের নাম মুনির হোসেন (৩২)।

এসময় তার কাছ থেকে ২৬ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) লিমন বোস বাংলানিউজকে জানান, সোমবার (০১ আগষ্ট) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে  তার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে এ এসআই রামু, এএসআই মহিউদ্দীন, এএসআই প্রদীপ এবং এএসআই আনিস অংশ গ্রহণ করে।

আটককৃত এ যুবকের একটি বিশাল ইয়াবা সিন্ডিকেট রয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে এসআই লিমন বোস জানান।