॥ মাসুদ পারভেজ নির্জন॥
ইয়াবা ও চোলাই মদসহ দুজনকে আটক করেছে রাঙামাটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ইউনিট। শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের হ্যাপীর মোড় এলাকা হতে কুখ্যাত মাদক ব্যবসায়ি বাদশা আলমকে এবং বৃহস্পতিবার বিকালে শহরের দেওয়ান পাড়া এলাকা হতে চোলাই মদসহ অথুই মারমাকে আটক করা হয়েছে।
উপ-পরিচালক মিজানুর রহমান শরীফ এর তত্ত্বাবধানে উপপরিদর্শক জসিম উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ি মোঃ বাদশা আলম(৬০)কে ২৬পিছ ইয়াবাসহ আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাঙ্গামাটি ইউনিটের পরিদর্শক শিবনাথ কুমার সাহার নেতৃত্বে শহরের দেওয়ান পাড়ার কুখ্যাত চোলাই মদ ব্যবসায়ি অথুই মামরাকে আটক করে। মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) ২৪এর খ ধারায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দুজনকেই জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাঙ্গামাটি ইউনিটের উপপরিচালক মোঃ মিজানুর রহমান শরীফ বলেন,যারা মাদক ব্যবসা করে এবং মাদক সেবন করে দুজনেই সমান অপরাধি।এদের কেউকেই রেহাই করা যাবেনা। রাঙ্গামাটি সকলের সহযোগিতায় এই শহরকে আমরা মাদক মুক্ত করতে চাই। এতে আইনশৃঙ্খলাবাহিনী,জনপ্রতিনিধি,রাজনৈতিক দল ও সর্বস্তরের সহযোগিতার প্রয়োজন রয়েছে। আমার ইউনিট বসে নেই। প্রতিদিনই মাদক বিরোধী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাই আপনাদের আশ পাশে কেউ মাদকের সাথে জড়িত থাকলে আমাদের খবর দিন আপনার নাম ঠিকানা গোপন রাখা হবে।