রাঙামাটিতে উন্মেষের রক্ত গ্রুপ নির্ণয় কর্মসূচী পরিদর্শন করেন চাকমা রাণী

409

স্টাফ রিপোর্ট- ১৫ ফেব্রুয়ারি ২০১৭, দৈনিক রাঙামাটি: মহান বৌদ্ধ সাধক পরম ‍পূজ্য সাধনানন্দ মহাস্থবীর(বন ভান্তে) এর পঞ্চম পরিনির্বান বার্ষিকী উপলক্ষে সেচ্ছাসেবী সংগঠন “উন্মেষ” সেচ্ছায় রক্তদান কর্মসূচীর আওতায় রাজবন বিহার প্রাঙ্গনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত হয় । চাকমা রাণী “য়েন য়েন” উন্মেষের কার্যক্রম পরিদর্শন করে তিনি উন্মেষের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং তারুণ্যের প্রসংশা করেন। এসময় আরো উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি দীপেন চাকমা, সহসভাপতি শিশির চাকমা, সহঅর্থ সম্পাদক বিটন চাকমা, উপদেষ্টা মন্ডলীর সদস্য স্নেহাশীষ চাকমাসহ উন্মেষের সদস্য বৃন্দ। রাংঙ্গামাটি জেনারেল হাসপাতাল ব্লাড ব্যাংকের সহকারী ল্যাব টেকনিশিয়ান জয়নীতা দেওয়ান রক্তের গ্রুপ নির্ণয়ে সার্বিক সহযোগিতা করেন।

সংগঠনের পক্ষ্য থেকে জানানো হয়, যাদের বিনামুল্যে রক্তের প্রয়োজনে তারা উল্লেখিত নম্বরে ০১৫১৫২২৩৩৬৮, ০১৫১৫২৫৪৬৭২ যোগাযোগ করতে পারেন।

তথ্য সূত্র- সুবিমল চাকমা। পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা বুরো প্রধান।