॥ স্টাফ রিপোর্টার ॥
সারাদেশের ন্যায় রাঙামাটিতেও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বই বিতরণ উৎসব। রবিবার রাঙামাটির বিভিন্ন বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে নতুন বই তুলে দেয়া হয়। রাঙামাটি বনরূপা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। এসময় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন।
এদিকে, রাঙামাটির লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজে নতুন বই বিতরণ করেন রাঙামাটির রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন। অপরদিকে রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষাথীদের হাতে নতুন বই তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসসক,শিক্ষা ও আইসিটি নাসরীন সুলতানা,এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন। রাঙামাটি রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ে শিক্ষাথীদের হাতে নতুন বই তুলে দেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। এ সময় রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনতোষ মল্লিকসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এ সময় বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশ তৈরী হয়। বছরের শুরুতে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। নতুন বছরে বই পেয়ে শিক্ষার্থীরা ধন্যবাদ দেন মাননীয় প্রধানমন্ত্রীকে।