॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি একতা শ্রমিক কল্যাণ সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় রিজার্ভ বাজারের ১টি রেষ্টুরেন্টে আয়োজিত সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
একতা শ্রমিক কল্যাণ সমিতির আহ্বায়ক ও পৌরসভার প্যানেল মেয়র মো. হেলাল উদ্দীনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর।
বিশেষ অতিথি ছিলেন- পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মুনছুর আলী, নিউ রাঙামাটি রিজার্ভ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. আনোয়ার মিয়া বানু, ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র মো. জামাল উদ্দীন, ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর জোসনা বেগম। এতে সমিতির সকল স্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে দীপংকর তালুকদার এমপি সমিতির উন্নয়নে ২লক্ষ টাকা ও হাজী মো. মুছা মাতব্বর ১লক্ষ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন।