রাঙামাটিতে এতিম ও অনাথ শিশুদের আহার মানবিক সেলের

312

॥ ইকবাল হোসেন ॥
মানবিক সেল রাঙামাটি পার্বত্য জেলা শাখার আয়োজনে এতিম ও অনাথ শিশুদের ১বেলা আহার করানো হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বাদ জুমা দারুস সালাম ইসলামিক একাডেমি হেফজখানা ও এতিমখানা মিলনায়তনে উক্ত কর্মসূচী পূর্ববর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য হাজী মুছা মাতব্বর

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান, রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র মো. জামাল উদ্দীন, দৈনিক পূর্বদেশ পত্রিকার রাঙামাটি জেলা প্রতিনিধি এম কামাল উদ্দীন, দারুস সালাম ইসলামিক একাডেমি হেফজখানা ও এতিমখানার অধ্যক্ষ মাওলানা শামসুল আলম। এতে সভাপতিত্ব করেন মানবিক সেল রাঙামাটি পার্বত্য জেলা শাখার সভাপতি শোয়েব আহমেদ।