॥ স্টাফ রিপোর্টার ॥
পবিত্র মাহে রমজান উপলক্ষে রাঙামাটি জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে এতিম ও অসহায়দের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। রোববার (৯ এপ্রিল) বিকেলে জেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয় প্রাঙ্গনে এতিম ও অসহায়দের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর।
এ সময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: শাওয়াল উদ্দিন, জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক মো: ছলিম উল্ল্যাহ সেলিম, সদস্য আশীষ কুমার চাকমা নব, মো: আবু তৈয়ব, জেলা যুবলীগ সভপতি ও পৌর মেয়র মো: আকবর হোসেন চৌধুরী, জেলা যুবলীগের সহ-সভাপতি মো: সাইফুদ্দিন খালেদ, জেলা যুবলীগের সাধারন সম্পাদক নুর মোহাম্মদ কাজল, যুগ্ম সম্পাদক মনসুর আহম্মেদ, পাঠাগার সম্পাদক মো: বখতিয়ার উদ্দিন, সদর উপজেলা যুবলীগ সভাপতি মো: আবু মুছাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা যুবলীগের উদ্যোগে এ সময় ৩শতাধিক এতিম ও অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।