॥ স্টাফ রিপোর্টার ॥
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রাঙামাটিতে এতিম ও দুঃস্থদের মাঝে দুপুরের খাবার বিতরণ করেছে জেলা পুলিশ। সোমবার দুপুরে কোতয়ালী থানার মাঠে ৪’শ এতিম ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন রাঙামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার)।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মারুফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ শাহ ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহনেওয়াজ রাজু বিপিএম-পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদুল ইসলাম, সহকারি পুলিশ সুপার (রাজস্থলী সার্কেল) সাইকুল আহম্মেদ ভূঁইয়া, রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ আরিফুল আমিনসহ সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।