রাঙামাটিতে এপেক্স ক্লাবের ইফতার সামগ্রী ও হুইল চেয়ার বিতরণ

315

॥ স্টাফ রিপোর্টার ॥

এপেক্স ক্লাব অব রাঙামাটির উদ্যোগে কম ভাগ্যবান ২২টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী, অসুস্থ রোগীর জন্য হুইল চেয়ার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাঙামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ মিলনায়তনে এপেক্স ক্লাব অব রাঙামাটির এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

এসময় এপেক্স ক্লাব অব রাঙামাটির সভাপতি এপেক্সিয়ান মুনসুর ওবায়েদুল্লাহ’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি এপেক্সিয়ান মো. শামীম জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি এপেক্সিয়ান বিমল চাকমা, আইপিপি ও চাটার্ড প্রেসিডেন্ট এপেক্সিয়ান মো. নিজাম উদ্দীন, সেক্রেটারী এপেক্সিয়ান আলী বাবর, টেজারার এপেক্সিয়ান মো. সাব্বির আহমেদ, সার্ভিস ডিরেক্টর এপেক্সিয়ান তিথি চাকমা, পাবলিক স্পিকিং এন্ড ডিবেটিং ডিরেক্টর এপেক্সিয়ান মো. মইন উদ্দীন, ফেলোশীপ এন্ড পাবলিক রিলেশন ডিরেক্টর এপেক্সিয়ান মো. হানিফসহ এপেক্স ক্লাব অব রাঙামাটির সদস্যবৃন্দ।

পরে ক্লাব মিটিং দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এপেক্স ক্লাব অব রাঙামাটির ফাউন্ডার প্রেসিডেন্ট ও রাঙামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি এপেক্সিয়ান আব্দুল ওয়াদুদ।