রাঙামাটিতে এসএ পরিবহনকে মোবাইল কোর্টের জরিমানা

547

p..2

॥ মঈন উদ্দীন বাপ্পী ॥ গ্রাহকদের কাছ থেকে পণ্য বোঝাইয়ে অতিরিক্তি অর্থ আদায়,মালামাল পাঠানোর মূল্য তালিকা সংরক্ষণ না রাখা এবং গ্রাহকদের সাথে রূঢ় আচরণের অভিযোগ এনে ভোক্তাধিকার আইন ২০০৯ অনুয়ায়ী দেশের বৃহৎ কুরিয়ার সার্ভিস এসএ পরিবহন রাঙামাটি শাখাকে ৫০০০টাকা জরিমানা করছে ভ্রাম্যমান আদালত। মঙ্গরবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কামরুজ্জামান ভ্রাম্যমান আদাতের মাধ্যমে এ প্রতিষ্ঠানকে অর্থদন্ড প্রদান করেন।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট মোঃকামরুজ্জামান বলেন, গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে এ আদালত পরিচালনা করা হয়েছে। ম্যাজিস্ট্রেট এসময় আরও বলেন, ভবিষ্যতে এ ধরণের অভিযোগ পেলে আবারো অভিযান পরিচারনা করবো। তিনি এসএ পরিবহন কর্তৃপক্ষকে আগামী এক মাসের মধ্যে মাল বোঝাই মূল্য তালিকা সংরক্ষণ এবং গ্রাহকদের মাল বোঝাইয়ের রেট জানানো এবং গ্রাহকদের সাথে সৌজন্যমূলক  আচরণ করার  নির্দেশ প্রদান করেন।