রাঙামাটিতে করোনা ভ্যাকসিন দ্বিতীয় ডোজ দেয়া শুরু

495

॥ রাঙামাটি প্রতিনিধি ॥
করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ বুধবার থেকে শুরু হয়েছে। রাঙামাটি জেনারেল হাসপাতালে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার এম.পি,কে টিকা প্রদানের মাধ্যমে দ্বিতীয় ডোজের উদ্বোধন করেন।

পরপর রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক মো.মামুন,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল তাপস রঞ্জন ঘোষসহ টিকা গ্রহণ করেন।

রাঙামাটি সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা জানান,প্রথম ডোজ যারা গ্রহণ করেছে তাদের মোবাইলে মেসেজ চলে যাবে। এছাড়া যাদের টিকা দেয়ার পর ২ মাস অতিবাহিত হয়েছে কিন্তু মেসেজ পাননি তারা অবশ্যই টিকা কার্ড,এবং টিকা কার্ডের ফটোকপি নিয়ে টিকা কেন্দ্রে চলে আসার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন,এছাড়া ১ম ডোজ টিকা প্রদান অব্যাহত রয়েছে যারা এখনো টিকা গ্রহণ করেননি তারা রেজিস্ট্রেশন করে করোনা টিকা প্রদানের মাধ্যমে নিজেকে সুস্থ রাখুন। তিনি বলেন, কেন্দ্র পরিবর্তন করে ২য় ডোজ ভ্যাকসিন নেয়া যাবে না।