॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটিতে উঠতি বয়সী তরুনদের মোবাইল ক্যাসিনো, জুয়ার আড্ডা, মাদকের আড্ডাসহ কিশোর গ্যাং এর কার্যক্রম থেকে বিরত রাখতে কোতয়ালী থানা পুলিশ সাঁড়াশি অভিযান অব্যাহত রেখেছে। বৃহস্পতিবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত শহরের রিজার্ভ বাজার ওয়াই ব্রিজ, পুলিশ সুপার কার্যালয়ের পাশের এলাকা, পুরাতন বাস স্টেশন, কাঠালতলী ও জিমনেশিয়াম এলাকায় অভিযান চালিয়ে ৮জনকে আটক করেছে।
এনিয়ে ৩দিনের অভিযানে পুলিশের জালে আটকা পরলো ৭৮ কিশোর।
এরমধ্যে রোববার শহরের কাঠাঁলতলি, পৌরসভা এলাকা, বনরূপা, ট্রাইবেল আদাম, ফরেষ্ট কলোনী, কালিন্দিপুর, পাবলিক হেলথ এলাকা, স্টেডিয়াম এলাকা, হাসপাতাল এলাকায় অভিযান পরিচালনা করে উঠতি বয়সি ৩৭ জন কিশোরকে। সোমবার পর্যটন এলাকা, মাঝেরবস্তি, শহিদ মিনার, ওয়াপদা কলোনি, স্বর্ণটিলা, ওমদা মিয়া পাহাড়ে অভিযান চালিয়ে ৩৩ জনকে আটক করে কোতয়ালী থানা পুলিশ।
এদিকে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. আরিফুল আমিন জানান, আজ ৩য় দিনের মতো আমরা শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৮ জনকে আটক করেছি। অভিভাবকরা সচেতন হওয়ার শহরের উঠতি বয়সী কিশোরদের আড্ডা কমেছে। তাই তিনি অভিভাবক, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকে ধন্যবাদ জানান।