রাঙামাটিতে কোভিড দুর্গত জনগোষ্ঠীর মাঝে সলিডারিটি প্যাক বিতরণ

369

॥ স্টাফ রিপোর্টার ॥
কোভিড-১৯ মহামারির কারণে ক্ষতিগ্রস্ত রাঙামাটি পৌর এলাকার ২০০০ (দুই হাজার) পরিবারের মাঝে সলিডারিটি প্যাক/ ত্রাণ বিতরণ করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও এসআইডি-সিএইচটি-ইউএনডিপি প্রকল্পসমূহ এবং ইউএনডিপির নিজস্ব তহবিলের মাধ্যমে ব্যবস্থা করা এই ত্রাণ প্যাকেট বিতরণ করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

সোমবার (১৭ আগষ্ট ২০২০) সকালে রাঙামাটি সদরের রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, রাঙামাটি পেীরসভার মেয়র আকবর হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) নাসরিন ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসআইডি-সিএইচটি-ইউএনডিপি-র ন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার প্রসেনজিৎ চাকমা। স্বাগত বক্তব্যে প্রসেনজিৎ চাকমা রাঙ্গামাটি জেলায় আরো ৫০০০ (পাচঁ হাজার) পরিবারের মধ্যে সলিডারিটি প্যাক বিতরণ করা হবে বলে জানান।

প্রতিটি সলিডারিটি প্যাকের মধ্যে ছিল- চাল ১৫কেজি, ডাল ২কেজি, লবণ ১কেজি, সয়াবিন তেল ১লিটার, পিয়াজ ১কেজি, আলু ৫কেজি, সাবান ২টি, সবজি বীজ ৭ প্যাকেট, মাস্ক ৪পিস ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২টি করে পোস্টার।