॥ মো.রাকিবুর রহমান ॥
মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত ছেলেকে বাঁচাতে মায়ের আকুতি রাঙামাটি শহরের তবলছড়ি’র টেক্সটাইল মার্কেটের পাশ্ববর্তী বাসিন্দা মংফেছিং রাখাইনকে বাঁচাতে আকুতি জানিয়েছেন তার মা অংছিং রাখাইন। কারো কাছ থেকে একটু সহযোগিতা পেলে হয়তো বেঁচে যাবে মংফেছিং রাখাইন।
তিনি জানান,দীর্ঘ ২বছর ধরে ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে দিনের পর দিন তার জীবন অতিবাহিত করছে। মংফেছিং রাখাইনের চিকিৎসার্থে দৈনিক ৫হাজার টাকা খচর এরপর বিভিন্ন ধরনের রিপোর্ট পরিক্ষা করতে প্রতিনিয়ত তার চিকিৎসার ব্যয় পরিবার বহন করতে হিমশিম খাচ্ছে। তার আত্মীয়-স্বজনদের কাছ থেকে ধার করে কোনভাবে চলছে তার চিকিৎসা।
পরিবারের পক্ষ থেকে জানা গেছে,বেশ কয়েক মাস আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এর পর রাঙামাটি জেনারেল হাসপাতালে বেশ কিছুদিন চিকিৎসা তার রোগের লক্ষণ কিছুটা বুঝতে পারে চিকিৎসকরা। এর পর ঢাকার ডেলটা হাসপাতালে প্রায় ৩দিন চিকিৎসারত ছিলো সে। তার অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকরা তার পরিবারকে দেশের বাইরে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর অনুরোধ করেন। এর পর থেকে মংফেছিং রাখাইন তার নিজ বাসায় চিকিৎসারত রয়েছে। বিবাহিত জীবনে তার ১০ মাসের ছেলে ও স্ত্রী রয়েছে। মংফেছিং রাখাইনের মা অংছিং রাখাইন বলেন,অসুস্থ ছেলেকে নিয়ে আমি খুবই চিন্তায় আছি। প্রতিদিন ৫/৬হাজার টাকা খরচ করে চিকিৎসা চালিয়ে যাচ্ছি। অনেক টাকা দেনা হয়ে গেছে। সেই দেনা পরিশোধ করারও উপায় নেই। আমার ছেলে প্রতিদিন একটু একটু করে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। মা হয়ে ছেলের এই কষ্ট আমি সহ্য করি কীভাবে? ছেলেকে বাঁচাতে সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সাহায্য কামনা করছি।
সাহায্য পাঠানোর ঠিকানা-রিমেশ চাকমা (বিকাশ নাম্বার)-০১৮৩৯৯৮৭২৮৩,উমে রাখাইন (নগদ)-০১৮৬৬৯৮০৩৩২। প্রয়োজনে- উচিংছা রাখাইন কায়েস – ০১৮৭৮৫৮৮৬৮৫।