রাঙামাটিতে খাজা মঈনুদ্দিন চিশতি ও শেরে বাংলা’র ওরশ সম্পন্ন

126

 স্টাফ রিপোর্টার

হযরত খাজা মঈনুদ্দিন চিশতি ও ইমামে আহলে সুন্নাত আল্লামা গাজী শেরে বাংলা এর পবিত্র ওরশ শরীফ এবং রজব মাসের গিয়ারভি শরীফ অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটি জেলা গাউসিয়া কমিটির উদ্যোগে মঙ্গলবার বাদে মাগরিব শহরের রিজার্ভমূখ খানকা শরীফে দিনব্যাপি অনুষ্ঠানমালায় ছিল খতমে কোরআন, খতমে গাউসিয়া, মিলাদ ও আলোচনা সভা।

জেলা গাউসিয়া কমিটির সহ সভাপতি হাজী জানে আলম সওদাগরের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু সৈয়দ, সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আলহাজ্ব মোঃ আখতার হোসেন চৌধুরী, আহলে সুন্নাত ওয়াল জমা’আত রাঙামাটি জেলর সভাপতি আলহাজ্ব মাওলানা এম এ মুস্তফা হেজাজী, রাঙামাটি সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব জসিম উদ্দিন নুরী, জেলা গাউসিয়া কমিটির দাওয়াতে খায়র সম্পাদক মাওলানা শফিউল আলম আল ক্বাদেরী, রিজার্ভ বাজার জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব হাফেজ মাওলানা নঈম উদ্দিন আল ক্বাদেরী।

আলোচনা সভায় বক্তারা বলেন, এই উপমহাদেশে ইসলামের প্রচার প্রসারে খাজা মঈনুদ্দিন চিশতী আজমিরির অবদান অনস্বীকার্য। তাঁর আগমনের ফলেই এই উপমহাদেশে দলে দলে লোক ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে।

বক্তারা আরো বলেন, এদেশে ইসলামের মূলধারা আহলে সুন্নাতের শক্ত ভিত প্রতিষ্ঠায় আল্লামা গাজী শেরে বাংলা’র অবদান চিরস্বরণীয় হয়ে থাকবে। এই দুই মহান অলির পদাঙ্ক অনুসরণ করলে সমাজে শান্তি স¤প্রীতি বজায় থাকবে।

এসময় অন্যান্যের মধ্যে জেলা গাউসিয়া কমিটির সহ সভাপতি আবদুল হালিম ভোলা সওদাগর, সহ সাধারণ সম্পাদক হাজী আবদুল করিম খান, অর্থ সম্পাদক হাজী মোঃ নাছির উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইয়াছিন রানা সোহেল, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মনসুর আলী, হযরত আব্দুল্লাহ ফকির এর ওরশ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবদুস সাত্তার সহ আশেকে রসূলগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মিলাদ কিয়াম এবং দেশ জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।