রাঙামাটিতে খালেদা জিয়ার সুচিকিৎসার দাবীতে ছাত্রদলের মশাল মিছিল

772

॥ স্টাফ রিপোর্টার ॥

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবীতে মশাল মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাঙামাটি পার্বত্য জেলা শাখা।

বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ফারুক আহমেদ সাব্বিরের নেতৃত্বে কাঁঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ছাত্রদলের শতাধিক নেতাকর্মী মশাল নিয়ে মিছিল শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে মিছিলটি সমাপ্ত হয়।

এসময় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ও রাঙাামটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দীন, জেলার সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন সাকু, সহ-সভাপতি এমদাদুল হক মানিক, সুফিয়ান রেজা, যুগ্ম-সম্পাদক আবুল কালাম সগির, সাজ্জাদ হোসেন, দপ্তর সম্পাদক আব্দুস সালাম,  রাঙামাটি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখার আহ্বায়ক মো. আল আমিন, সদর থানা শাখার আহ্বায়ক বশর আজম, সদস্য সচিব মাহামুদুল হাসান জুয়েল, পৌর শাখার সদস্য সচিব আব্দুশ শাকুর জাবেদ, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আরিফ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক শাহাদাৎ পারভেজসহ ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।