রাঙামাটিতে গণপ্রকৌশল দিবস পালন করেছে ডিপ্লোমা প্রকৌশলীরা

114

॥ স্টাফ রিপোর্টার ॥

‘টেকসই উন্নয়নে নবায়নযোগ্য জ্বালানি এবং গণপ্রকৌশল দিবস’ পালন করেছে রাঙামাটির ডিপ্লোমা প্রকৌশলীরা। মঙ্গলবার (৮ নভেম্বর) রাঙামাটি আইডিইবি ভবনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করা হয়। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স রাঙামাটি জেলা শাখার আয়োজনে দিবসটি উদযাপন করা হয়।

আইডিইবি রাঙামাটি জেলা শাখার পুণঃ নবনির্বাচিত সভাপতি প্রকৌশলী নিরঞ্জন নাথের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, পুণরায় নব নির্বাচিত সাধারণ সম্পাদক প্রকৌশলী শেখ জামাল উদ্দীন। এতে আরো বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সহকারি প্রকৌশলী খোরশেদ আলম, সংগঠনের সহ- সভাপতি শ্যামল বড়–য়া ও প্রবীর দাস প্রমুখ।

সভায় বক্তারা বলেন, লোডশেডিং, তেল-গ্যাস ও জ্বালানি সঙ্কট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানি উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবে। বক্তারা আরো বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক সমস্যার মাঝেও এখন পর্যন্ত আমাদের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৪ হাজার মেগাওয়াট বিদ্যমান রয়েছে এবং সর্বোচ্চ উৎপাদন হয় ২০ হাজার মেগাওয়াট। যুদ্ধের সঙ্কট সৃষ্টি হওয়ায় এলএনজির দাম বাড়লেও সংকট নিরসনে নবায়নযোগ্য জ্বালানি উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে।

বক্তারা দেশের যুব সমাজের উন্নয়নে কারিগরি শিক্ষাকে জোরদার করতে বর্তমান সরকারের নানামুখি উদ্যোগের প্রশংসা করে বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের স্বপ্ন পুরণে যে জনশক্তি প্রয়োজন, তার প্রধান শক্তি হতে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররাই। তাই ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।