॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটিতে কর্মরত গণমাধ্যমকর্মীদের নিয়ে ‘তথ্য অধিকার আইন-২০০৯’ এর বাস্তবায়ন ও তথ্য অধিকার প্রক্রিয়া নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার অনুষ্ঠিত হচ্ছে। আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস এর কর্মসূচি “প্রমোটিং এনগেইজমেন্ট অব সিভিল সোসাইটি ইন গভর্নেন্স প্রসেস অব চিটাগাং হিলট্রাক্টস” প্রকল্পের অধীনে এ কর্মশালার আয়োজন করেছে আশিকা। সহযোগীতায় রয়েছে দি এশিয়া ফাউন্ডেশন।
সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় এ প্রশিক্ষণের উদ্বোধন করেন রাঙামাটি জেলার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ও ডিডিএলজি আল মামুন মিয়া। আশিকা কনভেনশন হলে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আশিকার নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা। এ সময় প্রশিক্ষক মোস্তাফিজুর রহমানসহ দৈনিক গিরিদর্পণ সম্পাদক প্রবীণ সাংবাদিক আলহাজ্ব একেএম মকছুদ আহমেদ, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হকসহ আশিকার বিভিন্ন প্রকল্পের সমন্বয়কারীবৃন্দ উপস্থিত ছিলেন।
ডিডি এলজি মামুন মিয়া প্রধান অতিথির বক্তব্যে বলেন, বলেন, সরকারের জবাবদিহিতা ও জনগনের জানার অধিকারের নামই হলো তথ্য অধিকার আইন। সরকার তথ্য অধিকার আইনের তথ্য চাওয়া ও তথ্য পাওয়ার অধিকার দিয়েছেন। জনগণকে জানার সুযোগ দিতে হবে। জানার সুযোগ তৈরি হলে জনসাধারণ সাহসী হবে এবং সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। তাই তথ্য অধিকার আইন বাস্তবায়িত হলে সরকারি-বেসরকারি সংস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে, দুর্নীতি হ্রাস পাবে এবং সুশাসন প্রতিষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে তিন পার্বত্য জেলায় বর্তমানে দেশি বিদেশি সাহায্যে আশিকার বাস্তবায়নে পরিচালিত প্রকল্প সমূহের পরিচিতি তুলে ধরে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেন আশিকা কর্মকর্তা এডভোকেট কক্সি তালুকদার। পরে আশিকার নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা পাহাড়ে তার পাহাড়ের খাদ্য নিরাপত্তা এবং আর্থ সামাজিক উন্নয়নে আশিকার বিভিন্ন সময়ে পরিচালিত বিভিন্ন প্রকল্পের সংক্ষিপ্ত প্রেক্ষাপট বর্ণনা করে- প্রত্যন্ত অঞ্চলের মানুষদের জীবনমান উন্নয়নে আশিকার নিরন্তর প্রচেষ্টার প্রত্যয় ব্যক্ত করে বলেন, আমরা সকলের সহযোগীতা নিয়ে এই পথচলা অব্যাহত রাখতে চাই। তিনি উল্লেখ করেন যে, পাহাড়ে বর্তমানে আশিকাই একমাত্র বেসরকারি উন্নয়ন সংস্থা, যারা সফটওয়্যার ভিত্তিক প্রকল্প চালুর মাধ্যমে স্বচ্চতা নিশ্চিত করেছে।
উদ্বোধনী পর্বশেষে মূল প্রশিক্ষণ শুরু হয়। এ সময় ফ্যসিলিটেটর মোস্তাফিজুর রহমান তথ্য অধিকার আইনের গুরুত্ব, প্রেক্ষাপট এবং এর বাস্তবায়নের পথে সীমাবদ্ধতা বিষয়ে আলোকপাত করেন। দু’দিনের প্রশিক্ষণ আজ শেষ হবে। প্রশিক্ষণে রাঙামাটিতে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ৫০জন গণমাধ্যমকর্মী অংশগ্রহন করছেন।