রাঙামাটি শহরের রিজার্ব বাজার চেঙ্গীমুখ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।
শুক্রবার সন্ধ্যা ৭টায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব চোলাই মদ উদ্ধার করা হয়।
রাঙামাটি ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী জানান, ডিবি পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে এসব চোলাই মদ উদ্ধার করে। তবে এসময় কাউকে গ্রেফতার করা যায়নি বলে তিনি জানান।