রাঙামাটিতে ছাদ বাগান থাকলে ৫০% শতাংশ পৌরকর মওকুফের ঘোষণা

47

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটিতে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে রাঙামাটি পৌরসভার মূল ফটকে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন- বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। উদ্বোধনের পর র‌্যালী নিয়ে পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন অতিথিরা।

আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে- জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, এএসইউ ডেট কমান্ডার লেফটেন্ট কর্ণেল মোহাম্মদ আল মামুন সুমন, বন সংরক্ষক মোহাম্মদ মিজানুর রহমান, পুলিশ সুপার মীর আবু তৌহিদ, ট্যুরিস্ট পুলিশ সুপার মহিউল ইসলাম, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, সিভিল সার্জন ডাক্তার নূয়েন খীসা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী তার বক্তব্যের সময় পরিবেশ রক্ষায় ছাদ বাগানের ভূমিকার কথা তুলতে গিয়ে জানান, আমাদের দেশে শহর এলাকাগুলোতে সবুজের আচ্ছাদন বাড়াতে ছাদবাগানীদের উৎসাহিত করা জরুরী। তাই এই শহরে কেউ ছাদ বাগান করলে তার পৌরকর অর্ধেক মওকুফ করে দেওয়া হবে।

আলোচনা সভার পর শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন অতিথিরা। এরপর পৌরসভা প্রাঙ্গণে একটি গাছের চারা রোপন করেন দীপংকর তালুদার। পরে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিরা। এবারের মেলায় মোট ১২টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।