॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটিতে জাতীয় যুব সংহতির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা জাতীয় পার্টি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি আরফান আলী।
জেলা যুব সংহতির সিনিয়র সহ-সভাপতি আকাশ আহম্মদ নোমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি জ্যোতি বিকাশ চাকমা, সাধারণ সম্পাদক প্রজেশ চাকমা, যুগ্ম-সম্পাদক রেজাউল করিম মিন্টু, সাংগঠনিক সম্পাদক মির্জা মাসুদ রানা, স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি সাইফুল ইসলাম। অনুষ্ঠানে জাতীয় পার্টি ও যুব সংহতির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। ইফতারের পর জাতীয় যুব সংহতির প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিরা।