॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” প্রতিপাদ্যে শনিবার (২২ অক্টোবর) সকালে রাঙামাটি জেলা প্রশাসন ও বিআরটিএ রাঙামাটি সার্কেলের আয়োজনে শহরের হ্যাপির মোড় থেকে সড়ক নিরাপদ দিবস উপলক্ষে একটি র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যলয় সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. আল মামুন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক এস এম ফেরদৌস ইসলাম, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আল নুর ছালেহীন, বিআরটিএ’র সহকারী পরিচালক প্রকৌশলী আতিকুর রহমান, বিআরটিএ মোটরযান পরিদর্শক মো. কামাল আহমেদ (কাজল), জেলার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, যানবাহন চালক সমিতির নেতৃবৃন্দ সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন ।
আলোচনা সভায় বক্তারা, সড়ক দুর্ঘটনা রোধে ব্যাপকভাবে জনসচেতনতা সৃষ্টির ক্ষেত্রে সবাইকে এগিয়ে আসা এবং ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান ।