বাংলাদেশের সোনালী আঁশ খ্যাত পাটের দুর্দিন ঘোচাতে বস্ত্র ও পাট মন্ত্রণালয় প্রতি বছর ৬ মার্চ জাতীয় পাট দিবস উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে।
এই আলোকে আগামী ৬মার্চ হতে ঢাকা’সহ পার্বত্য জেলা ও নির্বাচিত উপজেলাগুলোতে জাতীয় পাট দিবস উদ্যাপিত হবে। দিবসটি উদ্যাপনের লক্ষ্যে বুধবার সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে জেলা কমিটির এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতিসভায় আগামী ৬মার্চ এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনাসভা করার সিদ্ধান্ত গৃহীত হয়। র্যালীটি সকাল সাড়ে ৯টায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণ হতে শুরু হয়ে শহরের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে আলোচনাসভায় মিলিত হবে।
র্যালী ও আলোচনাসভায় জেলা কমিটি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, কৃষি বিভাগ, স্থানীয় টেক্সটাইল মালিক, বিভিন্ন চাষী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করার সিদ্ধান্ত হয়।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমার সভাপতিত্বে প্রস্তুতিসভায় পরিষদের সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর, স্মৃতি বিকাশ ত্রিপুরা, অমিত চাকমা রাজু, পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মনতোষ চাকমা, জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা, চট্টগ্রাম পাট অধিদপ্তরের পরিদর্শক মোঃ আজিজুল হক, জেলা শিক্ষা অফিসার (ভাঃ) নির্মল কুমার চাকমা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসের এডিপিও মোঃ মফিজুল ইসলাম, জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক নজরুল ইসলাম, বিটিভি’র উপকেন্দ্র প্রধান টেলিভিশন প্রকৌশলী মোঃ নাসিমুল হকসহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ।