॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটিতে জাতীয় শ্রমিকলীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি শুরু করে দোয়েল চত্বর ঘুরে আবার দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। প্রধান বক্তা ছিলেন- জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর। সম্মানিত অতিথি ছিলেন- জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।
জেলা শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোক্তার আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামসুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন- সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান, কৃষকলীগ সভাপতি জাহিদ আক্তার, শ্রমিকলীগ নেতা ওমর সানি, মৎস্যজীবি লীগের আহ্বায়ক উদয়ন বড়–য়া, যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল, যুব মহিলা লীগের সভাপতি রোকেয়া আক্তার, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী বাপ্পা। আলোচনা সভা শেষে শ্রমিকলীগের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।