রাঙামাটিতে জেলা পরিষদ সদস্যের অকাল মৃত্যুতে

328

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটি জেলা পরিষদের সদস্য চানমুনি তঞ্চঙ্গ্যা ঢাকার একটি বেসরকারী হাসপাতালে ১০ জানুয়ারী ভোর ৪টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে ২ মেয়ে ও স্ত্রীকে রেখে যান তিনি। তার গ্রামের বাড়ি জেলার রাজস্থলী উপজেলা সদরের তঞ্চঙ্গ্যা অংজাইং পাড়ায়।

তার মৃত্যুতে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা ও পরিষদ সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাসহ তার বিদেহী আত্বার শান্তি কামনা করেছেন।

এদিকে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি সাবেক পার্বত্য প্রতিমন্ত্রি দীপংকর তালুকদার ও সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর ও তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, আমরা পার্বত্য এলাকার সাধারণ মানুষের জন্য নিবেদিত এক নির্ভিক কর্মীকে হারিয়েছি।

তার অকাল মৃত্যু মোটেও কাম্য ছিলনা। তার শূন্যপদ কখনও পূরণ হবার নয়। আমরা তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি ও তার বিদেহী আত্বার সদগতি কামনা করছি।