॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটিতে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২১ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার দিনব্যাপি বাংলাদেশ শিশু একাডেমি রাঙামাটি পার্বত্য জেলা কার্যালয়ে ১০ উপজেলা থেকে আগত প্রত্যেক বিষয়ে প্রথম স্থান অধিকার কারীদের নিয়ে জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক জেলা কালচারাল অফিসার মুজিবুল হক বুলবুল, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার পরিনয় চাকমা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা অর্চনা চাকমা, রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক বিনা প্রভা চাকমা, বাংলাদেশ বেতার রাঙামাটি জেলার উপস্থাপক শিখা ত্রিপুরাসহ বিচারক, উপজেলা থেকে আগত প্রতিযোগি ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
আগামী ২৯ ও ৩০ মে চট্টগ্রাম শিশু একাডেমিতে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।