॥ গোলাম মোস্তফা ॥
রাঙামাটিতে “নীল অর্থনীতি এনে দেবে সমৃদ্ধি” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আলোচনা সভা, কেক কাটা ও র্যালি’র মাধ্যমে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী (সুবর্ণ জয়ন্তী) পালিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সকালে জেলা শহরের কাঠালতলীস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এরপর দিবসটি উপলক্ষে কেক কাটা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাঙামাটি টেকনিক্যাল ট্রেইনিং সেন্টারের অধ্যক্ষ প্রকৌশলী নূরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদুৎ উন্নয়ন বোড’র সাব ডিবিশনাল ইঞ্জিনিয়ার আশফাকুর রহমান মুজিব। সভাপতিত্ব করেন উক্ত সংগঠনের সভাপতি প্রকৌশলী বাবু নিরঞ্জন নাথ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাদারণ সম্পাদক প্রকৌশলী শেখ জামাল উদ্দীন, উপস্থাপনা করেন প্রকৌশলী ধনবীর চাকমা।
পরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবন হতে র্যালি শুরু হয়ে শহরের মূল মূল সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে এস শেষ হয়।